দেশজুড়ে

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি সেলিমের পিপিইসহ স্বাস্থ্য সামগ্রী প্রদান

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৭:৪১:২৯ প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি সেলিম পিপিইসহ স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন। মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি পিপিই, ১০০টি মাস্ক, ৫০ জোড়া হ্যান্ডগেøাবস ও ৫টি লেবুলাইজার মেশিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আমিনুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মুলতান হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ দেবাশীষ বিশ^াস, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল, ওসি (তদন্ত) মোঃ সিদ্দীকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম নূরানী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, উপজেলা যুবলীগের আহŸায়ক বাবু আনসারী, তরুন সমাজ সেবক শাকিল তরফদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগন প্রমুখ। এমপি সেলিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার বিষয়ে খোজখবর নেন এবং তা সমাধানের জন্য আশ^াস প্রদান করেন।  

আরও খবর

Sponsered content

Powered by