দেশজুড়ে

শেরপুরের মানবতার ফেরিওয়ালা এমপি শ্যামলীর ইফতার বিতরণে যুব মহিলালীগ

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৮:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলাসহ পাচঁটি উপজেলাই শনাক্ত হয়েছে করোনায় আক্রান্ত রোগী ফলে বেড়েছে ঝুঁকিলকডাউন পুরো জেলাএমন পরিস্থিতিতে নিম্ন আয়ের লোকজনের চরম দুর্দিন যাচ্ছেকষ্টে আছেন মধ্যবিত্তরাওতাদের কথা চিন্তা করে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি, শেরপুর জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক, সাপ্তাহিক শ্যামলী পত্রিকার সম্পাদক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন

গত ২৫ এপ্রিল (১ম রমজান ) থেকে তিনি শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নসহ পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে মজাদার ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন তারই ধারাবাহিকতায় ১৬ মে (বৃহস্পতিবার) বিকেলে এ ইফতারী বিতরণে অংশ নেন শেরপুর জেলা যুবমহিলালীগএ দিন তারা শেরপুর পৌর শহরের খরমপুর মহল্লায় ইফতার বিতরণ করেনইফতার বিতরেণ নেতৃত্ব দেন জেলা যুব মহিলা লীগ এর আহবায়ক, শেরপুর জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি , যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু,লাভলী আক্তার ও মাহবুবুর রহমান লিটন প্রমূখ

করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যে তিনি শেরপুর সদর উপজেলার সবকয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র, অসহায়, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিরতরণ করেন ১১ হাজার প্যাকেট মজাদার ইফতারী বিতরণ করছেন মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার তাছাড়া সুরক্ষা পোশাক দিয়েছেন শেরপুরের গনমাধ্যমকর্মী, মসজিদের ঈমাম-মোয়াজ্জিন,স্বোচ্ছাসেবী সহ ভিন্ন শ্রেনী পেশার মানুষকেতার এসব সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেনএসব উদ্যোগের কারণে সাবেক এই মহিলা এমপি শ্যামলী স্থানীয়দের কাছে মানবতার ফেরিওয়ালাহিসেবে পরিচিত হয়ে উঠেছেন কেউ কেউ আবার তাকে মানবিক এমপি বলেও ডাকেন

শেরপুর আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, প্রতিদিনই সারা বাংলাদেশে মরছে মানুষ, দিন যায় লাশের সারি দীর্ঘ হয়শেরপুরেও করোনা আতঙ্কে ঘরবন্দি মানুষহয়ে পড়েছেন কর্মহীন, আর এসব খেটে খাওয়া মানুষের কথা এক মুহুর্তের জন্য ভুলেনি শেরপুরের মানবিক সাবেক মহিলা এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী আপুশেরপুরের মানুষকে নিয়ে তাঁর উদ্বেগ আর উৎকন্ঠা দেখে বুঝা যায় তাঁর দেশাত্ববোধ কতটা জাগ্রতনিজের জন্মস্থান শেরপুরের সদর উপজেলাসহ পৌর শহরে এ পর্যন্ত প্রায় ১১ হাজার পরিবারের জন্য পাঠালেন মজাদার ইফতারী

মানবিক সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছিনিজস্ব তহবিল থেকে এসব সাহায্য সহযোগিতা করে যাচ্ছিজাতীর এই কঠিন সময়ে দেশের বিত্তবানদের গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমার এসব কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে

 

আরও খবর

Sponsered content

Powered by