দেশজুড়ে

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪১:৪৯ প্রিন্ট সংস্করণ

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ  ও ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর রফিকুন্নেছা চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ ও সহকারি শিক্ষক মোঃ ইকতার উজ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ  কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর শাহনেওয়াজ চৌধুরী (ফারুক), মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শাহ আলম চৌধুরী মিন্টু সহ প্রমুখ্য।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালযের শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করেন জান্নাতুল ফেরদাউস (ঝুমা) এবং বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবিদা সুলতানা সরকার।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ তোমরা আগামীর বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখতে নিজেদের লেখা পড়ার মাধ্যমে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে  ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক।ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

পরে বিদ্যালযের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাদুর রশিদ দোয়া মুনাজাতের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

আরও খবর

Sponsered content