দেশজুড়ে

পাইকগাছা সীমান্তে গৃহবধুকে ইফতারি সাথে বিষ মিশিয়ে হত্যা : স্বামী ও দেবর গ্রেফতার

  প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:৪৯:২১ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার কয়রার সীমান্তে এক গৃহবধুকে ইফতারি পানীয়র সাথে বিষ মিশিয়ে হত্যা করার অভিযোগে থানায় হত্যা মামলা হয়েছে ঘটনায় গৃহবধুর স্বামী দেবর জেলহাজতে আছে লাশ স্বামীর বাড়ীতে জায়গা না দেয়ায় বাপের বাড়ীতে দাফন করা হয়েছে সদ্য জন্ম নেয়া মাসের শিশু জাহিদা বছরের শাহিদাকে রেখে দিয়েছে দাদাদাদী

মামলার বিবরণ স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বছর পূর্বে কয়রা উপজেলার হরিহরনগর গ্রামের মোহর আলী সানার ছেলে গোলাম কিবরিয়ার সাথে পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের মজিবর গাজীর মেয়ে রিমা বেগমের বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে রিমার উপর অমানবিক নির্যাতন করতে থাকে সর্বশেষ গত মে সন্ধ্যায় কয়রা উপজেলা থেকে ১৯ পাইকগাছা থেকে ১৮ কিলোমিটার দুরে হরিনগর গ্্রামে স্বামী, শ্বশুর দেবরের যোগসাজস করে ইফতারী পানীয়র সাথে বিষ মিশিয়ে গৃহবধু রিমাকে খাওয়ায়

কিছুক্ষণ পর জ্বালা যন্ত্রনায় ছটফট করতে থাকলে প্রতিবেশীদের চাপে স্থানীয় পল্লী চিকিৎসক জেহের আলীকে ডেকে আনলে রিমা মৃত্যুর আগে তাকে বিষ খাওয়ানো হয়েছে বলে ডাক্তারকে জানায় ডাক্তার তাকে দ্রুত হাপাতালে নিয়ে ওয়াশ করানোর ব্যবস্থা করান তারপরও অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে ডুমুরিয়ায় তার মৃত্যু হয় ময়না তদন্ত শেষে স্বামীর বাড়ীতে কবর দিতে না দেয়ায় বাপের ভিটা পাইকগাছার গজালিয়ায় কবর দেয়া হয়েছে মৃত্যুকালে রিমার রেখে যাওয়া ২মাসের জাহিদা বছরের মেয়ে শাহিদাকে তাদের দাদা দাদির কাছে রেখে দিয়েছে

কয়রা থানায় মৃতের মা মমতা বেগম বাদী হয়ে রিমার স্বামী কিবরিয়া সানা, দেবর কারিজুল সানাসহ অজ্ঞাত / জনের নামে হত্যা মামলা করে পুলিশ তাৎক্ষনিকভাবে আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে ব্যাপারে স্থানীয় নুরুল হুদা সানা সরদার মোহাম্মদ আলী জানায়, রিমাকে মৃত্যুর কয়েক পূর্বে বিদ্যুতের শর্টের মাধ্যমের হত্যার পরিকল্পনা করে মৃত্যুর একদিন আগে ধরে তারা রিমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করতে দেখা যায়

আরও খবর

Sponsered content

Powered by