দেশজুড়ে

মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৪ , ৪:০৯:৫৩ প্রিন্ট সংস্করণ

মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

লক্ষীপুরের রায়পুরে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগম এর ১৭ তম মৃত্যু  বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কোরান খতম, মিলাদ মাহফিল,দোয়া আয়োজন করে মাই টিভির জেলা প্রতিনিধি। 

শনিবার (৬ জুলাই ) রাত ৯ ঘটিকায় রায়পুর পৌর মেয়রের ব্যক্তিগত অফিস মাই টিভির জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল এর সভাপতিত্বে মহীয়সী এ নারীর মৃত্যু বার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানের ন্যায় রায়পুর উপজেলাতে ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৩নং ওয়ার্ডের কমিশনার মো ইউসুফ, রায়পুর প্রেস ক্লাবের আহবায়ক পীরজাদা মাসুদ হোসাইন, সাংবাদিক সুদেব কুরী, ডি এস দুলাল,আরিফ হোসেন রুদ্র, জীবন,সাহিদা আক্তার সাথি প্রমুখ। দোয়া অনুষ্ঠানে হাফেজী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মোনাজাতে অংশগ্রহণ করেন। 

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। 

আরও খবর

Sponsered content