রংপুর

সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করতে ভারতে বিজিবির প্রতিনিধি দল

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৬:১৫:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সীমান্ত হত্যা, পাচার, চোরাচালানসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফের সহিত সেক্টর পর্যায়ে বৈঠক করতে ভারতে গেল বিজিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। 

বিএসএফের আমন্ত্রণে সোমবার (১৫ মার্চ) সকালে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোবারক হোসেন ও রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল সীমান্তের শূন্যরেখায় উপস্থিত হলে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএ শ্রিবাস্তব তাদের শুভেচ্ছা জানান। পরে দুই বাহিনী একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি প্রতিনিধি দলটি ভারতে গমন করেন। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিজিবি জানিয়েছে। বৈঠক শেষে সোমবারই একই পথ দিয়ে বিজিবির প্রতিনিধি দলটি দেশে ফেরত আসবে বলেও জানায় বিজিবি।

Powered by