ঢাকা

মাদারীপুরে মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৭:৫৩:২৮ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরে মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার কাঠেরপোল এলাকার ভুরঘাটা-শশিকর সড়কটি সংস্কারের মধ্যে দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সহকারী কমিশনার ভুমি মো. সাইফুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, কালকিনি প্রকৌশল অধিদপ্তর এর র্সাভেয়ার মো. ইমতিয়াজ আহম্মেদ প্রমুখ। মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত¡াবধানে সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য চলতি অক্টোবর এবং আগামী বছরের মার্চকে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের চারটি উপজেলায় মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by