বাংলাদেশ

মাধ্যমিক পর্যায়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে নির্দেশনা আজ

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ১১:৫২:৩৩ প্রিন্ট সংস্করণ

নভেল করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আসতে পারে আজ বুধবার।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়েছে। সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

আজ দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে নিদের্শনা দিবেন।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। সবশেষ এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বাতিল করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by