দেশজুড়ে

মানবতার বন্ধন রংপুরের স্থায়ী কার্যালয়ের ভিত্তি স্থাপন

  প্রতিনিধি ১ জুন ২০২১ , ৬:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক ও সেবা কার্যক্রমের লক্ষে গঠিত মানবতার বন্ধন রংপুরের স্থায়ী কার্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর দর্শনায় নিজস্ব জায়গায় ভিত্তি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মানবতার বন্ধন রংপুরের প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা মোহা.আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ জমির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খোকন। ভিত্তি স্থাপন শেষে মোনাজাত করা হয়।