রংপুর

রুহিয়ায় ইউনিয়ন পরিষদ গঠন বিষয়ক গণশুনানী

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ১১:৩৮:২৫ প্রিন্ট সংস্করণ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

রুহিয়া থানাধীন প্রস্তাবিত ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদ গঠন বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন লক্ষির হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪ নং বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ। গণশুনানী গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন (নির্মল), নবগঠিত সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোবেল কুমার সিংহ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ (মনি), বড়গাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু সহ জেলা, উপজেলা, রুহিয়া থানা ও স্থানীয় পর্যায়ের নেতৃ বৃন্দ।

 

 

উল্লেখ্য যে, ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের ৩টি ওয়ার্ড যাথাক্রমে- চামেশ্বরী, মোলানখুরি, কিসমত চামেশ্বরী কে বিভক্ত করে ৯ টি ওয়ার্ড গঠন করা হয়। গণশুনানীতে অংশগ্রহণ করা ৪ নং চামেশ্বরী ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা অধ্যক্ষ আব্দুস সাত্তার, ইংরেজি বিষয়ের প্রভাষক সোহেল রানা ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম বলেন, আমরা স্বেচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে গণশুনানীতে অংশগ্রহণ করেছি। আশা করি প্রশাসনিক বিকেন্দ্রিকরণের মাধ্যমে ২২ নং সেনুয়া ইউনিয়ন গঠিত হলে আমাদের সুযোগ সুবিধা আরোও বৃদ্ধি পাবে।

আরও খবর

Sponsered content

Powered by