ঢাকা

মাস যায় বছর যায় “বিএনপি” আন্দোলনে আসেনা: ওবায়দুল কাদের 

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৪ , ৮:০৪:১৪ প্রিন্ট সংস্করণ

মাস যায় বছর যায় "বিএনপি" আন্দোলনে আসেনা: ওবায়দুল কাদের

মাস যায় বছর যায় বিএনপি আন্দোলনে আসেনা বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও সড়ক সেতুমন্ত্রী ও আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)।

বুধবার বিকালে সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন।

বিএনপি ভূয়া দল, তাদের কর্মসূচিও ভূয়া বলে তিনি আরো মন্তব্য করেন।

ঢাকা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় ও বেনজীর আহমেদ এমপির সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, এডভোকেট কামরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সাংসদ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,  তেঁতুলঝরা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে  মতবিনিময় ও আলোচনা সভায় জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। 

আরও খবর

Sponsered content