বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২০ , ৩:২৬:৪২ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভোরের দর্র্পণ ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী এই ভাষণ দেবেন।

ভাষণে প্রধানমন্ত্রী দেশের সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করবে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ১৮ মিনিটের ভাষণটি মঙ্গলবার সকালে রেকর্ড করা হয়েছে।

সাধারণত অন্যান্য বছর বিজয় দিবসে সরকারপ্রধান প্যারেড এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু এবার মহামারি করোনা পরিস্থিতির কারণে তা করতে না পারায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন তিনি।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে গত ২৪ মে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়।

বুধবার বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে দেশ; সেই সঙ্গে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনও চলছে।

আরও খবর

Sponsered content

Powered by