দেশজুড়ে

মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৫:৫৩:৩২ প্রিন্ট সংস্করণ

মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

রাংগামাটির লংগদু উপজেলায় লংগদু সেনা জোনের উদ্যোগে উপজেলার দুই শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে   ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা  ১১টায় মাইনীমুখ আর্মি ক্যাম্পে লংগদু জোনের  জোন কমান্ডার লেঃ কর্ণেল  হিমেল মিয়া পিএসসি উপজেলার  লংগদু  সেনামৈত্রী বিদ্যা নিকেতন , দক্ষিণ রহমতপুর কেরাতুল মাদ্রাসা, নও মুসলিম আয়েশা বেগম ও মিলন মিয়াকে নগদ অর্থ প্রদান সহ পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করেন।

গরীব, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণকৃত এসব ইফতার সামগ্রীর মধ্যে ছিল  সেমাই -১ (২০০গ্রাম) প্যাকেট, ছোলা -১ কেজি, পোলাউর চাল -১ কেজি, মসুর ডাল -১ কেজি, চিনি -১ কেজি, খেজুর -২৫০গ্রাম, সয়াবিন তেল -১ লিটার করে প্রতি জনকে প্রদান করা হয়।

এসময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক হোসাইন মোহাম্মদ মারুফ, জোনের এ্যাডজুটেন্ট অনির্বাণ সহ অন্যান্য অফিসার বৃন্দ। 

এসময়ে সমাজের অসহায়, গরীব ও দরিদ্র মানুষগুলো ইফতার সামগ্রী পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনেও আমাদের এ ধরণের মানবিক কল্যাণ মূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি। 

আরও খবর

Sponsered content