দেশজুড়ে

মা ব্যস্ত রান্নায়, পুকুরে পড়ে যমজ দুই বোনের মৃত্যু

  প্রতিনিধি ১৮ জুন ২০২৪ , ৭:০৩:৪৬ প্রিন্ট সংস্করণ

মা ব্যস্ত রান্নায়, পুকুরে পড়ে যমজ দুই বোনের মৃত্যু

বাবা থাকেন প্রবাসে। মা ব্যস্ত রান্নার কাজে। এরই ফাঁকে বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের হীরা ও মুক্তা নামে যমজ দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হীরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। যমজ দুই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দম্পতির আর কোনও সন্তান নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইয়াছিন ব্যাপারী আমিন বলেন, ‘পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই যমজ শিশু পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাদের মা ও পরিবারের লোকজন আশপাশে শিশুদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশুদের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী সুমন বলেন, ‘আমার এলাকার প্রবাসীর কোমলমতি শিশুদের মৃত্যুর ঘটনায় আমিও মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃত্যু নিয়ে কারও কোনও অভিযোগ নেই। পরিবারের লোকজন তাদের দাফনের ব্যবস্থা করছেন।’

আরও খবর

Sponsered content