রংপুর

বিরলে বোরোধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  প্রতিনিধি ১৬ মে ২০২২ , ৮:২১:০৪ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে বোরোধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার। উপজেলা খাদ্যশষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে গতকাল সোমবার দুপুরে বিরল উপজেলা খাদ্য গুদামে অনুষ্ঠানটি হয়।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লুৎফর রহমান জানান, বিরল উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৬৪ মেট্রিকটন ধান ও অটো রাইস মিল ও চাতাল মালিকদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ৭ হাজার ৯৯২ মেট্রিকটন চাল সংগ্রহ করবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, চালকল মালিক গ্রুপের সভাপতি মোফাচ্ছেল হক ছেলু, কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, চালকল মালিক আব্দুল লতিফ, রকিবুল ইসলাম বাবু, জুয়েল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Powered by