চট্টগ্রাম

ইউপি নির্বাচন: বিজয়নগরে পুলিশের সাথে প্রার্থীদের মতবিনিময় সভা

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২১ , ৭:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সরকারের ঘোষিত চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউপি নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর তারিখ নির্ধারিত। নির্বাচনে তফসিল অনুযায়ী ইতিমধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে আইনশৃংলা স্বাভাবিক রাখতে ও নির্বাচনের আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার হরষপুর খেলার মাঠে, হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকল প্রার্থীদেরকে নিয়ে বিজয়নগর থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর – বিজয়নগর) সার্কেল মোঃ মোজাম্মেল হোসেন রেজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ওসি (তদন্ত) মোঃ ফয়সল আহমেদ, এসআই মেহেদী হাসান, এএসআই মিল্টন বিশ্বাস, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ

আরও খবর

Sponsered content

Powered by