রংপুর

উলিপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৩ , ৫:০৮:১৩ প্রিন্ট সংস্করণ

উলিপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

কুড়িগ্রামের উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নের ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ১ বিঘা জমির জন্য পিয়াজের বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি ছাড়াও বায়োডার্মা ১ কেজি, অটিস্টিন ১০ গ্রাম, রোভলাল ২০ গ্রাম, পলিথিন ১৫০ বাঃমিঃ, বাশ ৪টি ও নাইলন সুতা বিতরণ করা হয়। 

উল্লেখ্য যে, বীজ ও সার বিতরণের আগে সকল কৃষকদের উপজেলা হলরুমে পিয়াজের চাষ সম্পর্কে পরামর্শ দেয়া হয়।

উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. মোশারফ হোসেন, কৃষিবিদ ড. রবিউল হাসান, ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুর, কৃষিবিদ মো. মুকিত বিন লিয়াকত ও সিনিয়র মৎস অফিসার তারিফুর রহমান প্রমুখ। 

Powered by