দেশজুড়ে

মিরসরাইয়ের ড্রেজারডুবি : নিখোঁজ ৮ শ্রমিকেরই লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৫:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজারডুবে ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের সবার মরদেহ উদ্ধার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লাহ (৩৫) পিতা: আনিছ মোল্লাহর লাশ সাড়ে ৯টায় তারেক মোল্লাহ ( ২২) পিতা রহমান মোল্লাহ ও ১০টায় আবুল বশর হাওলাদার (৩৬) পিতা ইউসুফ আলি হাওলাদার এর লাশ উদ্ধারের মধ্যদিয়ে উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়।

উদ্ধারের তথ্য নিশ্চিত করেন মিরসরাই ফায়ার স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার (৩৯) পিতা নুরাল হক সরদার এর লাশ উদ্ধার করা হয়। বুধবার রাত ১১ টা পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। এরা হলো জাহিদ(২৫) পিতা রহমান ফকির, ইমাম মোল্লাহ ( ২২)পিতা আব্দুলহক মোল্লাহ ও মাহমুদ মোল্লাহ (২৩) পিতা আনিছ মোল্লাহ। এছাড়া রাত সাড়ে ১২টায় স্থানিয়রা নিজ উদ্যোগে প্রথম এক শ্রমিকের লাশ উদ্ধার করে। তার নাম আল আমিন (২৫) পিতা: হাওলাদার।

উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিব নিখোঁজ হন। তারা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা টানা ৩দিন নিরলস পরিশ্রম করে ঝুঁকি মাথায় নিয়ে শ্রমিকেদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত সোমবার উপজেলার ১৬ নং সাহেরখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩ নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতে ঝড়ে কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন।

আরও খবর

Sponsered content