খেলাধুলা

মুশফিক-মিরাজের ব্যাটে লিডের দেখা পেল বাংলাদেশ

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ৩:১৪:৫০ প্রিন্ট সংস্করণ

মুশফিক-মিরাজের ব্যাটে লিডের দেখা পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া শতকে ভর করে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে। আজ চতুর্থ দিনে শতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদী মিরাজ। এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ছাড়িয়ে যেতে পেরেছে টাইগাররা, মুশফিক-মিরাজের ১১৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে এখন এগিয়ে আছে সফরকারীরা।

৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে গতকাল রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। অপরাজিত দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস আজ চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতে মোহাম্মদ আলির ওভারে বল মুশফিকের পায়ে লাগলে লেগ বিফোর উইকেটের আবেদন করে পাকিস্তান, আম্পায়ারও আঙুল তুলেছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে যান মুশফিক। তবে মুশফিক বাচলেও এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি লিটন।

আজ চতুর্থ দিনের শুরুতেই মুশফিক-লিটন জুটি শতরান পূরণ করে। এরপর দুজন মিলে সাবলীল ভাবেই খেলছিলেন। তবে মুশফিক রিভিউ নিয়ে বাচার দুই ওভার পরই আউট হন লিটন। চতুর্থ দিনে স্কোরবোর্ডে আরও ১৬ রান যোগ হওয়ার পর আউট হন লিটন। গতকাল লিটনের সঙ্গে নাসিম শাহর লড়াই জমেছিল বেশ। পাকিস্তানি পেসারের এক ওভারে ১৮ রান নিয়ে নিজের ফিফটি পূরণ করেছিলেন টাইগার এই ব্যাটার। তবে এ লড়াই আজ খুব বেশি চালিয়ে যেতে পারেননি তিনি। 

নাসিম শাহর করা ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ড হয়ে আউট হন লিটন। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৫৬ রান। লিটন আউট হওয়ার পর ক্রিজে মুশফিকের সঙ্গী হন মিরাজ। দিনের শুরুতে মুশফিক যখন রিভিউ নিয়ে আউট হওয়া থেকে বেঁচে যান তখন তাঁর ব্যক্তিগত রান ছিল ৫৯। অভিজ্ঞ এই ব্যাটার সুযোগটাকে ভালো ভাবেই কাজে লাগিয়েছেন এরপর। মিরাজকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে সাবলীল ভাবে রান তুলেছেন। 

একই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতকও পূরণ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই সেঞ্চুরি তুলে নেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এটি তাঁর ১১তম শতক। এদিকে শতক হাঁকানো মুশফিককে আজ যোগ্য সঙ্গ দিয়েছেন মিরাজ। দুজন মিলে ১১৮ রানের জুটি গড়ে এখনো টিকে আছেন। এ দুজনের ব্যাটেই লিডের দেখা পেয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক অপরাজিত আছেন ১৪০ রানে, মিরাজ অপরাজিত আছেন ৪০ রানে। বাংলাদেশ এগিয়ে ৪ রানে।

আরও খবর

Sponsered content