খেলাধুলা

মোটরসাইকেলে জ্যামে আটকে মাশরাফী, যাচ্ছেন সচিবালয়ে

  প্রতিনিধি ২২ মার্চ ২০২১ , ১০:০৯:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মাশরাফী ক্রিকেট যেমন ভালোবাসেন তেমনই ভালোবাসেন বাইক চালাতে। সময় সুযোগ পেলেই তাকে বাইক চালানোরত আবিষ্কার করেন তার ভক্তরা। এবারো তাই ঘটলো। সোমবার (২২ মার্চ) মাশরাফী বিন মর্তুজা সচিবালয়ে গিয়েছেন মোটরসাইকেল চালিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  মাশরাফীর ছোট ভাই মোরসালিন মুর্তজা দু’টি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নড়াইলের উন্নয়নের জন্য সচিবালায়ের উদ্দেশে। চেনা যায়?’

ছবিটিতে দেখা যায় মাশরাফী উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি পরে আছেন। তার পেছনে বসা আরেকজন। জ্যামের মধ্যে সিগনাল ছাড়ার অপেক্ষা করছেন।

কোনোপ্রকার ভিআইপি প্রটোকল না নিয়ে সাধারণ মানুষের কাতারে দেখা গেল মাশরাফীকে। তিনি যাচ্ছেনও সচিবালয়ে নড়াইল-২ আসনের মানুষের জন্য উন্নয়নের তাগিদে। জ্যাম থাকা সত্ত্বেও মাশরাফী যথাসময়ে পৌঁছান সচিবালয়ে।

আরও খবর

Sponsered content