খেলাধুলা

বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২২ , ৬:২০:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আয়ারল্যান্ড। আজ বুধবার (২৬ অক্টোবর) এই প্রতিবেশী দুই দেশ মাঠে নামে।

তবে বৃষ্টির কারণে আজ পূর্ণ ওভার ব্যাটিং করতে পারেনি ইংল্যান্ড। প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

পরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির কারণে ৫.৩ ওভারের খেলা বাকি থাকেই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত এই বৃষ্টি আর থামেনি। পরবর্তীতে ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস মেথডে হিসেব করে আয়ারল্যান্ডকেই ৫ রানে বিজয়ী ঘোষণা করেন।

বিশ্বকাপে টপ ফেবারিট হিসেবে খেলতে আসার পর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও ইংলিশদের বেশ ধুঁকতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডের কাছে পরাজয়ই বরণ করতে হলো।

টস হেরে জবাব দিতে নেমে ইংল্যান্ডও খুব ভালো অবস্থানে ছিল না। বৃষ্টি নামার সময় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান ছিল তাদের।

ডি/এল মেথডে ইংলিশরা তখনও আয়ারল্যান্ডের চেয়ে ৫ রান পিছিয়ে। শেষ পর্যন্ত এই ৫ রানই জয়-পরাজয়ের নির্ধারক হয়ে দাঁড়ালো।

আরও খবর

Sponsered content

Powered by