দেশজুড়ে

মোরেলগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৬:০৬:৪৫ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪জুলাই) দুপুরে গ্রেফতার মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ বাদী 

হয়ে থানায় মামলা দায়ের করলে বুধবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন।

 গ্রেফতার মেহেদী মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১ নং ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান। ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ জানান, বুধবার (৩ জুলাই) একই এলাকার মেহেদী হাসান স্কুল ছুটির পরে ওই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে রাস্তায় একা পেয়ে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি নামক স্থানে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ধর্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন জানান, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content