দেশজুড়ে

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানবিকতার দৃষ্টান্ত স্থাপন

  প্রতিনিধি ৬ মে ২০২০ , ৫:০২:৫১ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি  ঃবিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ স্বগৃহে বন্দী হয়ে পরেছে, সারা দেশে চলছে লকডাউন বা সামাজিক অবরুদ্ধকরন এতে কর্মহীন হয়ে পরেছে কোটি কোটি মানুষ, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠির কিছু প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী দিতে ঝালকাঠির প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাটির ব্যাংকে জমানো ১০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে। বুধবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃজোহর আলীর কাছে এ টাকা তুলে দেয় শিক্ষার্থীরা। জেলা প্রশাসক তার কার্যালয়ের সামনে প্রতিবন্ধী শিশুদের দানের এ টাকা গ্রহণ করেন।

প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম জানান, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান করে সরকার। এ টাকা ৩০ জন শিক্ষার্থী কয়েন বানিয়ে নিজেদের বাসায় মাটির ব্যাংকে জমা করে।

করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এ শিক্ষার্থীরা তাদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও খবর

Sponsered content

Powered by