Uncategorized

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতাবন্ধের দাবীতে ছাত্রদলের মানববন্ধন

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৯:৫০:১৬ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতাবন্ধের দাবীতে ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্থা এবং আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের মূল ফটকের সড়কে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার ব্যানারে এ মানববন্ধনে শতাধিক কলেজ শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময়ে মানব বন্ধন থেকে বক্তৃতা করেন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি। সিরাজউদ্দিন মেমোরিয়াল ছাত্রদলের কলেজ শাখার সাবেক আহবায়ক সাদাত শুভ, যুগ্ম-আহবায়ক রাহাতুল ইসলাম রোমিও, শিক্ষার্থী সাইমুন রাসেল, আব্দুল্লাহ আল নাইম, এনামুল ইসলাম, ইসরাত জাহান, সেতু, আশামনি, মুশফিক জাবিদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধসহ শিশু ও নারী ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবী জানান প্রশাসনের প্রতি। এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা।

আরও খবর

Sponsered content