প্রতিনিধি ২ জুলাই ২০২৪ , ৬:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪-এ নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এর শপথ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ আইন-১৯৯৮(১৯৯৮সনের২৪নং আইন এর ধারা ১৮ মোতাবেক ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত অতিথির মধ্যে বক্তব্যে রাখেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান,ভাইস-চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান আজমিন নাহার,উপজেলা সহকারী কমিশনার( ভুমি) বদরুদ্দোজা চৌধুরী, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্ধ। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ।
সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধরাকে অব্যাহত রাখতে নতুন উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের অগ্রনীভূমিকা পালনসহ স্হানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামাল সোহাগের হাতকে শক্তিশালী করার আহবান জানান।