দেশজুড়ে

মোরেলগঞ্জ পৌর শহরে ৩ দিনের মাথায় আবারও ডাকাতি

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৫:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ পৌর শহরে ৩ দিনের মাথায় আবারও ডাকাতি

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ঢাকা সুপ্রিম কোটে কর্মরত এক আইনজীবির বসতবাড়িতে সোমবার দিবাগত রাত ২টার দিকে জানাল ভেঙ্গে ঘরে ঢুকে ৪ জনকে হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

“পেশাদার ডাকাত নয়, বলে নিজেকে দাবি করে ডাকাতি শেষে হাত পা ধরে আইনজীবির বৃদ্ধ মাতা লিপি বেগমের নিকট ক্ষমা চেয়ে যায় এ চক্রটি”। মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।

জানাগেছে, মোরেলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড সরালিয়া গ্রামের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড. মোস্তাফিজুর রহমান জিকুর বাস ভবনের পিছনের জানালে কেটে গৃহে ঢুকে ৬ জন মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে গৃহ মালিকের বৃদ্ধ মাতা বৃদ্ধ মাতা লিপি বেগম, বোন ও তার দুই ছেলে স্কুল শিক্ষার্থীকে হাত পা বেঁধে ফেলে ৫ টি আলমীরা ভেঙ্গে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা দুর্বৃত্ত ডাকাত দল হাতিয়ে নেয়। ডাকাত দল ওই বাড়িতে প্রায় ২ ঘন্টা ধরে তান্ডব চালিয়ে মালামাল তছনছ করে। পরে তারা ফজরের আজান হলে সকলের হাত পা খুলে দিয়ে চলে যায়। এর ২দিন পূর্বে পৌর শহরের ৭নং ওয়ার্ড আদর্শ পাড়ায় ২ বাড়িতে মা মেয়েকে হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ নিয়ে গত ২ সপ্তাহ ধরে উপজেলার জিউধরা, বলইবুনিয়ার কালিকাবাড়ি, পৌর শহরের আর্দশপাড়া, কেজি স্কুল রোড, ১০ বাড়িতে ডাকাতি ও চুরি সংঘটিত হয়। বাদ যায়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও হানা দিয়ে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ নিয়ে পাড়া মহল্লায় সর্বত্রই আতংক বিরাজ করছে। এ পর্যন্ত কোন ঘটনারই ক্লু-উদঘাটন করতে পারেনি পুলিশ। এ নিয়ে আইন শৃংখলা অবনতির বিষয়ে জনমনে প্রশ্ন দেখা গিয়েছে ?।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা (ওসি) তদন্ত শওকত হোসেন বলেন, পৌর শহরে রাতে এক বাড়িতে মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content