দেশজুড়ে

বিজয়নগরে সরকারি খালে ব্যক্তি মালিকানা পুকুর করার অভিযোগ

  আলমগীর হোসনে ১২ মার্চ ২০২৪ , ৭:০১:৩৭ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে সরকারি খালে ব্যক্তি মালিকানা পুকুর করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নে সরকারি খাল দখল করে, পুকুরে পরিণত করার অভিযোগ পাওয়া গেছে।

১১ই মার্চ (সোমবার) চম্পকনগর ইউনিয়নের টান গেড়াগাঁও এর ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি মো: মোনায়েম খান (৫০) বাদী হয়ে, একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে জলফু দস্তগীর (৫৫) এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করেন, উপজেলার চম্পকনগর ইউনিয়নে মৌজা বিল দোয়াইশ স্থানে ৩২/৩৩ নং দাগে সরকারি খাল খনন করে, খালের মাঝামাঝি বাঁধ নির্মাণ করে ব্যক্তিগত পুকুরে পরিণত করিতেছে, যার ফলে পানি প্রবাহসহ বর্ষা মৌসুমে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে। এমনকি কৃষকের হাজারো বিঘা কৃষিজমি সেচের অভাবে অকেজো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত জলফু দস্তগিরকে গত বছরেও প্রশাসন কর্তৃক বাধা প্রদান করা হয়েছিল।
তাই জনস্বার্থে দখল বন্ধ করে খালের ন্যায্য স্থান ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায় গত বছর পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে খালটি পুনঃখনন করা হয়েছিল।

বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টা সহকারী কমিশনারকে ভূমি কে দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by