চট্টগ্রাম

বন্ধ হলো চট্টগ্রাম কাজীর দেউড়ি শিশু পার্ক

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৪:৪৮:৩২ প্রিন্ট সংস্করণ

বন্ধ হলো চট্টগ্রাম কাজীর দেউড়ি শিশু পার্ক

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি শিশু পার্কটিতে তালা দিয়ে সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের এক্সিকিউটিভ অফিসার সাজিয়া তাহেরকে স্থাপনাটি বুঝিয়ে দেয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং ও রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযান শেষে নু এমং মারমা মং বলেন, ‘শিশু পার্কের জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে শর্তযুক্ত ব্যবহার করতে দিয়েছিলো কিন্তু তারা শর্তের ব্যতয় ঘটিয়েছে। তাই সীলগালা করে দেওয়া হলো।
উল্লেখ্য, চট্টগ্রামে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল সার্কিট হাউস সংলগ্ন বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সবুজ চত্বর তৈরির। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলো চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

আরও খবর

Sponsered content

Powered by