প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৯:১৪:২৯ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বোনের বাড়ি থেকে নিজ বাসায় র্ফিরছিলেন এক যুবতী। মধ্যরাত পর্যন্ত অপেক্ষার পর যখন কোন যানবাহনই ছিল না সেই সময় যেন মহা বিপদে পড়ে সে। খবর পেয়ে ওই যুবতীকে বাড়ি পৌঁছে দিলেন ধামইরহাট থানার নবাগত ওসি আব্দুল মমিন। জানা গেছে, উপজেলার মাহিসন্তোষ এলাকা থেকে বোনের বাড়ি শল্পীতে বেড়াতে যান জয়নাল হোসেনের মেয়ে রিনা খাতুন (১৮)। প্রয়োজনীয় কাজ শেষে পরদিন নিজ বাড়ি ফেরার প্রাক্কালে গতরাতে আমাইতাড়া মোড় পর্যন্ত পৌঁছান। সেখান থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মাহিসন্তোষ গ্রামে ওই যুবতীর বাড়ী। যানবাহনের অপেক্ষায় থাকতে থাকতে রাত তখন প্রায় সাড়ে ১২ টা। নিরুপায় নৈশ প্রহরী বিষয়টি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন খবর পেয়ে থানার এএসআই জাহিদের সহযোগিতায় যুবতীকে বাড়ি পৌঁছে দেন। রাত সাড়ে ১২ টার দিকে থানা পুলিশের মাধ্যমে নিজের মেয়েকে বাড়িতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওই যুবতীর বাবা জয়নাল হোসেন বলেন, আমার মেয়েকে আমার বাড়ি পৌঁছে দিয়ে ধামইরহাট থানার ওসি স্যার একজন পিতার কাজ করেছেন। তাঁকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই। ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, সামাজিক দায়বদ্ধায় যখন মেয়েটিকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি তখন খবর পাওয়া মাত্রই মেয়েটিকে নিরাপদে তার বাবা-মার কাছে পৌঁছে দেওয়ার মানবিক চেষ্টা করেছি।