ঢাকা

যুবনেতা শেখ নাঈম ও বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের নির্দেশে গোপালগঞ্জে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ 

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২১ , ৬:৫৫:০৩ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
করোনা মহামারী মোকাবেলায় যুবনেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার আয়োজনে বুধবার সকালে জনসচেতনতামূলক প্রচারণা, রোগী ও তার স্বজনদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ হেল্প ডেস্কের কার্যক্রম শুরু করা হয়েছে।
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)  গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আব্দুলাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বহিঃবিভাগে আগত চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের মাঝে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক,  হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by