আন্তর্জাতিক

যে কারণে স্ত্রীকে পুড়িয়ে মারল পাষণ্ড স্বামী!

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ৫:২৭:৪৬ প্রিন্ট সংস্করণ

তৃতীয়বার কন্যাসন্তান জন্ম দেয়ায় শেষপর্যন্ত স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে কুন্দলিক উত্তম নামে এক পাষণ্ড যুবক।

মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত যুবকের কুন্দলিক উত্তমের বাড়ি মহারাষ্ট্রের মুম্বাই থেকে ৫২০ কিলোমিটার দূরের গঙ্গাখেড় নাকা এলাকায়। 

মুম্বাই পুলিশকে লিখিত অভিযোগে নিহতের বোন জানিয়েছেন, তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তার বোন ময়নাকে উপহাস করতেন কুন্দলিক।

পুলিশ জানিয়েছে, বার বার কন্যা সন্তান হওয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতেও স্ত্রীকে উপহাস করেন কুন্দলিক। এ নিয়ে বাক-বিতণ্ডা হলে ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত যুবক।

পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে এসে আর্তনাদ করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। 

এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

Sponsered content