আন্তর্জাতিক

ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ

  প্রতিনিধি ১ মার্চ ২০২২ , ৫:৩৪:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ন্যাটোভূক্ত তিনটি দেশ ইউক্রেনের জন্য ৭০টি যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী। অন্যদিকে ইউক্রেনকে সামরিক সহায়তায় পাঁচ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার সরকারি টেলিভিশন আর.টি জানিয়েছে, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া ৭০টি মিগ-২৯ এবং এসইউ-২৫ যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান পোলিশ বিমানঘাঁটিতে ওঠানামা করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ বিমান এবং ১৪টি এসইউ-২৫ বিমান সরবরাহ করবে। পোল্যান্ড পাঠাবে ২৮টি মিগ-২৯ যুদ্ধবিমান এবং স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ বিমান সরবরাহ করবে।

ইউক্রেনের সোনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের অংশীদাররা আমাদের মিগ-২৯ ও এসইউ-২৫ দিয়েছে। যদি প্রয়োজন হয়, তবে তারা পোলিশ বিমানঘাঁটি ব্যবহার করবে। ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধবিমান চালিয়ে মিশনে অংশ নেবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, শিগগিরই আরো ‘কিয়েভের ভূত’ আসছে। ‘কিয়েভের ভূত’ গণমাধ্যমে বেশ হইচই ফেলে দিয়েছিল, যখন এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের একজন পাইলট একাই ৬টি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। কিন্তু পরে সেই ‘ভূত’ দেখানো ফুটেজটি ভুয়া বলে প্রমাণিত হয়।

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ জানিয়েছেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র-গোলাবারুদ নিয়ে কথা বলছি, আমরা ইউক্রেনীয়দের ভূমি রক্ষায় তাঁদের সমর্থন দেয়ার কথা বলছি।’ স্কট মরিসন এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। তবে মরিসন জানিয়েছেন, রাশিয়াকে কোনো সুযোগ দিতে চান না তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরো জানান, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেনকে দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে তাঁর সরকার।

রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এর প্রতিক্রিয়া পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসাথে তারা একের পর এক সামরিক সহায়তা পাঠাচ্ছে।-পার্সটুডে

আরও খবর

Sponsered content

Powered by