আন্তর্জাতিক

রমজানের প্রথম ১০ দিনে ওমরাহ পালন করেছেন ৫৫ লাখ মুসলিম

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৮:১২:০২ প্রিন্ট সংস্করণ

রমজানের প্রথম ১০ দিনে ওমরাহ পালন করেছেন ৫৫ লাখ মুসলিম
ছবি : সংগৃহীত

রমজানের প্রথম দশ দিনে মক্কার গ্র্যান্ড মসজিদে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য কর গেছে। এ সময় সেখানে রেকর্ড আড়াই কোটির বেশি মানুষ নামাজের জন্য জড়ো হয়েছেন। গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্সি আরও জানিয়েছে, একই সময়ে ৫৫ লাখেরও বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন।


ক্রমবর্ধমান ভিড়ের জন্য গ্র্যান্ড মসজিদের সব দিকে কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া মসজিদ প্রাঙ্গণে চলাচল নিয়ন্ত্রণের জন্য ১১ হাজারের বেশি কর্মী নিয়োজিত করা হয়েছে।

অতিরিক্ত চার হাজার কর্মীকে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত করা হয়েছে। যারা ৩৫০ জন সৌদি ব্যবস্থাপকের তত্ত্বাবধানে কাজ করছেন যাতে মসজিদটি দিনে পাঁচবার পরিষ্কার করা যায়।

এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ায় গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদবিষয়ক জেনারেল অথরিটি মসজিদের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর ও উন্নত ক্যামেরা ব্যবহার করে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে।

এই উদ্যোগের লক্ষ্য হলো রিয়েল-টাইমে ওমরাহ পালনকারীদের গতিপথ ট্র্যাক করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অপটিমাইজিং ক্রাউড ডিস্ট্রিবিউশন করা যাতে অপারেশনাল সক্ষমতা বাড়ে।


সূত্র: গাল্ফ নিউজ

আরও খবর

Sponsered content