আন্তর্জাতিক

কপিরাইট নিয়ে প্রকাশকদের সাথে গুগলের ‍চুক্তি

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৩:৪৯:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

কপিরাইট নিয়ে  প্রথমবারের মতো ফরাসি প্রকাশকদের সঙ্গে চুক্তি করেছে গুগল। এ চুক্তিতে প্রযুক্তি জায়ান্ট প্রকাশকদের অনলাইন কনটেন্টের জন্য অর্থ প্রদান করবে গুলল  প্রতিষ্ঠান।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে- বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ফরাসি প্রকাশকদের একটি দল জানিয়েছে, তারা কপিরাইট নিয়ে একটি সাধারণ কাঠামোতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত দেশটির জাতীয় দৈনিক লে মন্দ ও লে ফিগারোসহ কয়েকটি প্রকাশনার সঙ্গে স্বতন্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

একটি বিবৃতিতে প্রকাশকরা জানিয়েছেন, ফরাসি প্রকাশকদের জোট অ্যালায়েন্স ডি লা প্রেস ডি’ইনফরমেশন জেনারেল (এপিআইজি) ও গুগলের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে দৈনিক প্রকাশনার সংখ্যা, মাসিক ইন্টারনেট ট্রাফিক এবং রাজনৈতিক ও সাধারণ তথ্যে অবদানের মতো মানদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় ও স্থানীয় প্রকাশকদের অন্তর্ভুক্ত করা গুগল ও এপিআইজি সদস্যদের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় কী পরিমাণ অর্থ দেওয়া হবে, তা জানা যায়নি।

কপিরাইট নিয়ে গুগলের সঙ্গে ফরাসি প্রকাশক সংস্থাগুলোর দীর্ঘদিনের দর-কষাকষি শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by