প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৬:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন- বিএনপি নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, রমজান মাসকে সামনে রেখে আসুন আমরা একে অপরের প্রতি সহনশীল হই। বিভেদ ভুলে যাই। সহনশীল না হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। তাই পবিত্র রমজান মাসের সম্মানে আসুন আমরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। রমজান পরবর্তী সময়ে আমরা তৃণমূল সাজাবো। সেই তৃণমূল সাজানোর সময় আমাদের ঐক্য প্রয়োজন।
তিনি আরও বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, রমজান মাস কুরআন নাযিলের মাস। এজন্য আল্লাহ্ তায়ালা নফল ইবাদতকে ফরজ ইবাদতের সাথে তুলনা করেছেন আর ফরজ ইবাদতকে ৭ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করেছেন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তিনি যে আমাদের ক্ষমা করেন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় চৌগ্রাম স্কুল মাঠে চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে এসব বলেন তিনি।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাদেরুল আনাম লেমন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, বিএনপি নেতা খালেকুজ্জামান পিন্টু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, শাহজাহান আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাল, আনিসুর রহমান, টিপু সুলতান প্রমুখ।