বরিশাল

রাজাপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৮:০৪:১৬ প্রিন্ট সংস্করণ

রাজাপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নয়নকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮। রফিকুল ইসলাম নয়ন (৪০) রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মোতাহের হোসেন খান’র পুত্র। শুক্রবার কাউখালী উপজেলার রকেট ঘাট থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কাউখালী উপজেলার রকেট ঘাট এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নয়ন নামে এক যুবককে আটক করা হয়। নয়নের স্বীকারোক্তি অনুযায়ী ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার রাতে গ্রেফতারকৃত নয়নকে কাউখালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।