বরিশাল

বিআইডব্লিউটি এর কতিপয় অসাধু কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৩:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

আতাউর রহমান, ঝালকাঠি:

বিআইডব্লিউটি এর কতিপয় অসাধু কর্মকর্তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে ১৭/৬/২০২৩ইং রোজ শনিবার বেলা ১২.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ, সেগুন বাগিচায় বিআইডাব্লিউটি এর ধ্বংসস্তূপ কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস কোম্পানির স্বত্বাধিকারী রিয়াজুল ইসলাম বলেন

আমার ক্রয়কৃত জমি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন নাল জমির ভূমি আর এস রেকডিয় মালিক বেলাল হোসেন এর ওয়ারিশগন গত ইং ১৯-৪-২০২২  তারিখে ৭২০৪৯১১ নং রেজিস্ট্রিকৃত সাব-কবলা দলিল মূল্যে ৭৪ শতাংশ ভূমি ইং ১৬/০২/২০২২  জেসমিন আক্তার এর কাছ থেকে ১৫২২ নং রেজিস্ট্রিকৃত সাব-কবলা দলিল মূল্যে ৪৪ শতাংশ সহ মোট ১১৮ শতাংশ খতিয়ান ভুক্ত মালিকদের নিকট থেকে ক্রয় করে আমি রিয়াজুল ইসলাম মালিক ও দখল কার এবং নিজ নামে খতিয়ানভুক্ত হয়েছি যার খতিয়ান নং ৭৯১৩ দাগ নং ৭৩০১ ও ৭৩০২ অত্র জমির প্রকৃত মালিক আমি রিয়াজুল ইসলাম আমি মেট্রো এক্সপ্রেস এর স্বত্বাধিকারী আমার নিজস্ব জমিতে নির্মাণ করা স্থায়ী স্থাপনা সহ সবকিছু ভেঙ্গে ঘুরে দেওয়া সরকারি সংস্থা বিআইডব্লিউটি এর এমন শিষ্টাচারী অভিযানের সত্যিই আমরা মর্মাহত এর প্রতিবাদে বিচারের দাবি জানাচ্ছি।

রিয়াজুল ইসলাম আরো বলেন, নিজস্ব মালিকানাধীন জমিতে অর্ধশত কারখানা ও সেবা ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যার মোট শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় অর্ধ লক্ষ। ঈদের ঠিক পূর্ব মুহূর্তে এ ধরনের নাশকতা পূর্ণ আচরণে আমরা অসহায়, শুধু মালিক নয় পথে বসেছে  শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের আরো অন্তত দুই লক্ষাধিক সদস্যের ঈদ উদযাপন অনিশ্চয়তা ও হুমকির মুখে।

পরিশেষে আরো বলেন সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমার জমি সনাক্ত করে ও ব্যবসা বান্ধব ডিজিটাল সমৃদ্ধ দেশ গঠনে আপনাদের জ্ঞান সমৃদ্ধ প্রতিবেদনের মাধ্যমে মেট্রো এক্সপ্রেসের সংগত আইনি অধিকার ও বিআইডব্লিউটি’র কর্তৃক ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতার প্রত্যাশা করছি ।

আরও খবর

Sponsered content

Powered by