প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৫:১৮:০৬ প্রিন্ট সংস্করণ
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে রায়পুর উপজেলা ৪৫ হাজার ৭শত ৫০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল।
১১ই মার্চ (মঙ্গলবার) সকাল ১১টার সময় স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান, ডা. মোহাম্মদ মাহির হোসেন।সভায় আরো উপস্থিত ছিলেন,সি এইচ সি পি এসোসিয়েশনের সভাপতি এমরান হোসেন সহ উপজেলার স্বাস্থ্য সহকারী বৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন,আগামী ১৫ ই মার্চ ১ থেকে ৫ বছরের ৩৯ হাজার ২ শত ৫০ জন বাচ্চাদের লাল ও ৬ থেকে ১১ বছরের ৬ হাজার ৫ শত বাচ্চাদের নীল রংঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ইউনিয়ন পর্যায়ে ৪৮০ টি এবং পৌরসভায় ২৪ টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।