প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৫:২৬:২৭ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুই কমিটির সদস্যসচিব সহ অন্যান্য নেতাকর্মীরা গঠনতন্ত্র বিরোধী কমিটি গঠন করা হয়েছে বলে নব গঠিত উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেলে কমিটিকে স্বাগত জানিয়ে একাংশ ও রাত আটটার দিকে বিপক্ষে অপর অংশ কমিটি বাতিলের দাবিতে পৌর শহরের প্রধান সড়কে আনন্দ ও বিক্ষোভ মিছিল করেছে। এরপর রাতেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে দুই পক্ষ।
এড.আকবর হোসেন আরমান কে উপজেলা যুবদলের আহ্বায়ক ও হাবিবুর রহমান সুজন পাটোয়ারী কে সদস্যসচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া নুর এ হেলাল মামুনকে পৌর যুবদলের আহ্বায়ক ও জাহিদ মোহাম্মদ জাকির কে সদস্যসচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা যুবদল কমিটি।
রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদ জাকিরের নেতৃত্বে কমিটি বয়কট করে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এসময় পৌর বিএনপি আহবায়ক ও সদস্য সচিব,ছাত্রদল,স্বেচ্ছাসেবগদল, তাতীদলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
হাবিবুর রহমান বলেন,যারা বর্তমানে যুবকদের আহবায়ক হয়েছেন তারা সৈরাচার হাসিনা সরকারের আমলে তাদের দলের লোকজনের সাথে লিয়াজো করো কোটি টাকার মালিক হয়েছে। ধানের শীষের নির্বাচন না করে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। উপজেলা কমিটির আহ্বায়ক আকবর হোসেন আরমান ঠিকাদারি করেন। তিনি গত ১৭ বছর আওয়ামীলীগের সঙ্গে আঁতাত করে ঠিকাদারি নিয়ে ব্যস্ত ছিলেন। পৌর কমিটির আহ্বায়ক নুর এ হেলাল মামুন পৌরসভার কর্মচারি। এসব ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণার কারণে আমরা বয়কট করেছি। একই সঙ্গে কমিটি বাতিলের দাবি জানিয়েছি।
রাত সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান ও পৌর যুবদলের আহ্বায়ক নুর এ হেলাল মামুন পৌর শহরে বিএনপির নেতা আনিসুল হকের বাসায় পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা বলেন, তাঁদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে। তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ও দলের জন্য নিবেদিত।তারা দু’জনেই বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরক মামলার আসামী হয়ে এখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাইরে আছেন।