চট্টগ্রাম

বান্দরবান সেনা জোনের সহযোগিতায়  চিকিৎসা পেল পাহাড়ি পরিবার।

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৭:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন সদর ইউনিয়ন এর অন্তর্গত পাইক্ষ্যংপাড়ার এক অসহায় পরিবারকে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় মুমূর্ষ  খ্রিস্টিয়াং বম নামে এক শিশুকে  চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।শিশুটির পিতার নাম -পিথর বোম কারবারি, মাতার নাম -মাঙ্গাই পাংখুয়া।
অসহায় এই পরিবারের ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয়ে কষ্টের দিনাপাত করছে।
২৯শে মার্চ(বুধবার)  বান্দরবান সেনা জোন সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ভাবে পরিবারসহ শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আশে।
বর্তমানে শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে  চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জুয়েল ত্রিপুরা শিশুটিকে দেখেন।সুত্রে জানানো হয়  শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ভার সেনাজোন বহন করবে বলেও জানান।
উল্লেখ্য গত ১২ই মার্চ সেনা জোনের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার দুর্গম  পাইক্ষ্যং পাড়ায় সেনা জোনের পক্ষ হতে গ্রামবাসীদের ফ্রী  মেডিকেল ও স্বাস্থ্য সামগ্রী বিতরণে ক্যাম্পেইন পরিচালনা কর্মসূচি পালন কালে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর ভয়ে জনশূন্য   হয়ে পড়ে পুরো গ্রাম।এতে ঐ গ্রামের বসবাসকারী সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।ঐ দিন কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসী দল রোয়াংছড়ি উপজেলায় কাটা পাহাড় নামক স্থানে  সেনা সদস্যদের একটি টহল টিমের উপর অতর্কিতভাবে হামলা চালায়।  এ ঘটনায় সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুই জন সেনা সদস্য আহত হয়।

আরও খবর

Sponsered content

Powered by