প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ৩:৩৭:৩৩ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর (২) রায়পুর আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঞা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
দেবীদুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য। মানুষে মানুষে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার সমাজ নির্মাণ করতে। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে। অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা, আপনাদের দল সঙ্গে থাকবো।
শুক্রবার ১১ই আগষ্ট রাত ১০ ঘটিকার রায়পুর পৌর শহরের রাধার মদন মোহন প্রাঙ্গনে তিনি এ কথা বলেন।এ সময় রাধার মদন মোহন মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি রুপম সাহা ও সম্পাদক শুভ কর্মকার ফুল দিয়ে এমপি মহোদয় সহ সকল অতিথিদের বরন করে নেন।উল্লেখ্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রায়পুর উপজেলার ১২টি পূজা মন্ডপের মধ্যে পৌর শহরের ৩টি সহ মোট ৯টি পূজা মন্ডপ তিনি পরিদর্শন করেন।
তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি এড.মনিরুল ইসলাম হাওলাদার,সম্পাদক জেড এস নাজমুল ইসলাম মিঠু,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম জিলানী, সম্পাদক আবু জাহের,সাবেক যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাস,ভিপি জাকির,সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন মুন্সি ,ইকবাল হোসেন পাটোয়ারী,সুজন পাটোয়ারী,নুর এ হেলাল মামুন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।