রাজশাহী

রায়গঞ্জের বাসুড়িয়া গ্রামের রাস্তার বেহাল দশা

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৪:০৭:৫০ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাসুড়িয়া বাজার থেকে বাসুড়িয়া দক্ষিণ পাড়া প্রয়াত মুক্তিযোদ্ধা ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী রইস উদ্দিন জয়নালের বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা। সামান্য একটু বৃষ্টি হলেই সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। এই রাস্তা দিয়ে বাসুড়িয়া, বেংনাই, তেঘুরী গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে। গত ৫/৬ দিনের টানা বৃষ্টিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ কাঁচা রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার এই বেহাল দশার কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায়ীদের পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে পহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অতিবৃষ্টিতে ইউনিয়নের প্রায় ২৫ কিলোমিটার কাঁচা রাস্তা, ড্রেন, পানি নিষ্কাশনের অকার্যকর হয়ে পড়েছে।

 

এ বিষয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গাজী রইস উদ্দিন জয়নালের ছেলে লিটন সেখ আক্ষেপ প্রকাশ করে বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এই এলাকার অনেক উন্নয়ন তিনি করেছেন। কিন্তু দু:খের সাথে বলতে হয় আজ আমার বাবার জন্মস্থান বাসুড়িয়া গ্রামের রাস্তার এমন বেহাল দশা মেনে নিতে পারছি না। আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ধানগড়া ইউনিয়নের সকল রাস্তাগুলি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অর্থ চাহিদা চেয়ে প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই রাস্তার পাকাকরণ কাজগুলি শুরু করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by