দেশজুড়ে

রায়গঞ্জে আপদকালীন খাদ্যসংকট মোকাবেলায় তহবিল গঠন

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৬:৩১:৩১ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে (কোভিড-১৯) করোনা ভাইরাস আপদকালীন দুর্যোগে খাদ্য সংকটের আশংকায় সোনাখাড়া ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে আগাম তহবিল গঠন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজের নিদের্শনায় আপদকালীন খাদ্য ঘাটতি মোকাবেলায় আ’লীগের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে খাদ্য মজুদ তহবিল গঠন কার্যক্রম ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপোন জানান, দুর্যোগ জনিত কারনে লকডাউনে থাকা ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, চা-বিক্রেতা ও বিশেষ করে মধ্যবৃত্ত পরিবারের লোকজন যাতে খাদ্য কষ্টে না ভোগে সে জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সমাজের প্রভাবশালি বৃত্তশালিরা স্ব-স্ব উদ্যোগে চাল ও নগদ অর্থ প্রদান করে তহবিল গঠনে মহানুভবতার পরিচয় দিচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩ মে.টোন চাউল মজুদ সম্ভব হয়েছে। এ তহবিল গঠনে সোনাখাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সভাপতি নির্মল কুমার মাহাতো, সধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা কৃষ্ণ চন্দ্র মাহাতো, স্বেচ্ছা সেবকলীগ উপজেলা কমিটির প্রচার সম্পাদক সনজিত কুমার মাহাতো, সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাধন কুমার মাহাতো, জেলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি জয় কুমার মাহাতো, সমাজসেবক বিমল কুমার মাহাতো, জলাল উদ্দিন, আব্দুর রউফ এর নেতৃত্বে আপদকালীন তহবিল গঠন কার্যক্রম চলছে। 
 

আরও খবর

Sponsered content

Powered by