ঢাকা

সাভারে স্কুল শিক্ষার্থী হত্যার আসামী সেলিম গ্রেফতার

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৯:১৩ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে স্কুলছাত্রী নীলা রায় হত্যাকান্ডের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সেলিম পালোয়ান (২৮)। নীলা হত্যার ঘটনার তিন দিনের মাথায় তাকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকার আরিচা থেকে গতকাল বুধবার সকালে গ্রেফতার করে। সেলিম পালোয়ান সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লার হাফেজ পালোয়ানের ছেলে। এদিকে এঘটনায় এখনো পলাতক রয়েছে হত্যাকান্ডের মূল আসামি কিশোর গ্যাং এর প্রধান ঘাতক মিজানুর রহমান(২১)সহ এজাহারভূক্ত ও অজ্ঞাত নামা আসামীরা। সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: সাইফুল ইসলাম আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, মিজানুর এর সহযোগী সেলিমকে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত রবিবার রাতে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় ১০ম শ্রোনী পড়–য়া নিলা রায় (১৪) নামের এক ছাত্রী হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নির্মম ভাবে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং প্রধান মিজানুর ও তার সহযোগীরা। পরে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তর্বরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় ওই দিন রাতে একটি হত্যা মামলা দায়ের করে নিহত শিক্ষার্থীর বাবা নারায়ন রায়। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক রয়েছে আসামীরা। এদিকে আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত নিলার গ্রামের বাড়ী মানিকগঞ্জ জেলার বালিটেক এলাকায়। সে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ্যাসেড স্কুলের ১০ শ্রেনীর শিক্ষার্থী ছিল।

আরও খবর

Sponsered content

Powered by