প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৬:৩০:২৯ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিণা নদীরপাড়সহ আশপাশের কৃষি জমি ও ঘর-বাড়িতে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদে ছাত্র-সমাজ ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে কৃষক ও নারী-পুরুষ অংশ নেয়। ৩০ অক্টোবর বুধবার উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের হরিণা নদীরপাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক হরিণা নদীরপাড় নতুন সড়কের মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কৃষক মোশারফ হোসেন।
সভায় বক্তব্য রাখেন মমিন উদ্দিন ব্যাপারী, মাহবুবুর রহমান বাবু, ফয়সাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এসহাক আলী, কলেজ ছাত্র রাকিবুল আলম, মোহসিন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কৃষকদের জমি ও বাড়িঘরে জোরপূর্বক ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছে। বাঁধা দিলে প্রাণনাশ ও মামলা করারও হুমকি দেওয়া হচ্ছে। বাবা-দাদার ভিটেমাটি আমরা ছাড়বো না। আবাসন প্রকল্পের সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। পরেই বালু ভরাট করতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের হরিণা নদীরপাড় এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।