ময়মনসিংহ

বকশীগঞ্জে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালিত

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৫:৩০:৩৪ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সংক্রান্ত সেবার পরিধি ও মান উন্নয়নসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি, আলোচনা সভা ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হক। র‌্যালি পূর্বে এক আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হক বলেন, সমাজের অর্ধেক অংশই হল নারী। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতক ব্যাধি। শুরুতে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অনেক মা-বোনদের জীবন রক্ষা করা সম্ভব। জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে প্রতিদিন ৩০ বছরের উর্দ্ধে মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরিক্ষা করা হয়।

এতে চিকিৎসক,নার্স সহ সাধারণ মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by