দেশজুড়ে

রূপগঞ্জে বিশ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৭:২৭:৩৫ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে বিশ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা- সিলেট মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার রবিন টেক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা বিশ দফা দাবিতে ১৭ অক্টোবর বৃহস্পতিবার  বিক্ষোভ মিছিল করেছে।

শ্রমিকরা বলছেন, বেতন, বোনাস,টিফিন খরচ বৃদ্ধি করতে হবে। নারী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। রাত দশটার পর নারী শ্রমিকদের কাজ করানো যাবে না। এ ক্ষেত্রে পুরুষদের অতিরিক্ত বেতন দিতে হবে। অসুস্থ্যদের সময় মতো ছুটি দিতে হবে । নারী নির্যাতন,দুর্ব্যবহার ও অসদাচরণকারী প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীকে অপসারণ করতে হবে । অন্যথায় তারা কাজে যোগ দিবে  না। 

প্যাকিং বিভাগের শ্রমিক ফাতেমা খাতুন ও রিনা বেগম বলেন, একই বিভাগের শ্রমিক হারুনের মা নামে পরিচিত কোহিনূর  বেগম অসুস্থতার ছুটি চেয়ে গত তিনদিন ধরে ছুটি পাননি। বৃহস্পতিবার সকাল দশটায় মুমূর্ষু  অবস্থায় তাকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে সিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বেলা এগারোটার দিকে কোহিনূরের লাশ গার্মেন্টসে নিয়ে আসলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা  ছড়িয়ে পড়ে । তখন শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার  সামনে  ঢাকা – সিলেট মহাসড়ক অবরোধ করে । খবর পেয়ে দুপুর বারোটায় যৌথ বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ছয়টার দিকে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে গেলে পরিবেশ  শান্ত হয়। তবে দাবি পুরণ না হলে আগামীকাল  ১৯ অক্টোবর শনিবার  আবারো শ্রমিকরা আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছে ।

 রবিন টেক্সের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী তার বিরুদ্ধে  আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের অন্যায় দাবি পুরণ করতে না পারলেই যত অভিযোগ । 

রবিন টেক্সের নির্বাহী পরিচালক বেলাল পাটোয়ারী বলেন, শ্রমিকদের দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে । যৌক্তিক দাবি অবশ্যই পুরণ করা হবে। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। 

আরও খবর

Sponsered content