প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৭:৩৬:৫৪ প্রিন্ট সংস্করণ
এসো হে নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তলে এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হেফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ মার্চ সকালে উপজেলার ভুলতা গাউছিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদে এ হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবু, মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী আকিবসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।