দেশজুড়ে

বান্দরবান সেনা রিজিয়নের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ

বান্দরবান সেনা রিজিয়নের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

আজকের শিশুরাই আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন পর্যায়ে গিয়ে নিজ এলাকার জন্য অবদান রাখবে। আমরা দোয়া করি আজকের শিশুরা যেন ভবিষ্যতে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হয়ে যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) বান্দরবানের আলীকদম উপজেলায়,আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাস মাঠে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে, আলীকদম জোনের ব্যবস্থাপনায় স্থানীয় জনসাধারণ মাঝে শীতবস্ত্র এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

এসময় স্থানীয় বসবাসকারী ৩৫০ জনের মাঝে কম্বল,১৩০ জন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা,কলম,শীতবস্ত্র,সুয়েটার সহ খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা সহকারী কমিশনার ভূমি,মো. জিল্লুর রহমান,সেনা রিজিয়ন ও আলীকদম জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, স্কুলের শিক্ষক,ছাত্রছাত্রী বৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ।

Powered by