শিক্ষা

র‌্যাংকিংয়ের দিকে আমাদের অ্যাটেনশন নেই : ঢাবি উপাচার্য

  প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৪:৫৭:০৭ প্রিন্ট সংস্করণ

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান- পুরোনো ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

আন্তর্জাতিক পরিমণ্ডলে র‌্যাংকিং প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘র‌্যাংকিংয়ের দিকে আমাদের অ্যাটেনশন নেই। আমরা চাচ্ছি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, মৌলিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে র‌্যাংকিংয়ের যে প্যারামিটারগুলো আছে— গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান সেগুলো আমাদের এখন আ্যড্রেস করা খুব জরুরি।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘এসব সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে পারলে তখনই মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রত্যাশার জায়গাটা আরও স্পষ্ট হবে। যে প্যারামিটারগুলো দিয়ে র‌্যাংকিং করা হয় সেগুলোর নিরসন না ঘটিয়ে, সেগুলোর যথাযথ প্রতিফলন না করিয়ে র‌্যাংকিংয়ের প্রত্যাশা করা খুবই দুরূহ।’

সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে ড. আখতারুজ্জামান বলেন, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও খবর পেয়েছি, তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই যথাযথভাবে পরীক্ষা পরিচালনা করছেন। প্রশ্নপত্রের মান ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছে।

আরও খবর

Sponsered content